Post 1
Philosophy Post -1
প্রশ্ন ১.৩। দর্শন ও বিজ্ঞানকে পরস্পরের পরিপুরক বলা হয় কোন অর্থে? বিস্তারিত আলোচনা করো।
অথবা, দর্শন ও বিজ্ঞানের সম্বন্ধ ব্যাখ্যা করো।
[.. ২০০৪] ১
অথবা, দর্শন কাকে বলে? বিজ্ঞান কাকে বলে? তাদের মধ্যে পার্থক্য দেখাও। [3. 1. 2000] 2+8+8 উত্তর। দর্শন-এর সংজ্ঞা দর্শন হল এমন এক শাস্ত্র যা সমগ্র জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক সুসংবদ্ধ জ্ঞান দান করে। বিভিন্ন প্রকার জ্ঞানকে সুসমন্বিত করে জগৎ ও জীবনের স্বরূপ বিশ্লেষণের মাধ্যমে পরমতত্ত্বের অনুসন্ধান এবং জীবনের তাৎপর্য নির্ণয় বা মানাবধারণরূপ বৌদ্ধিক বা যৌক্তিক প্রচেষ্টাই হচ্ছে দর্শন।
দর্শন হচ্ছে মননশীল বা বিচারনিষ্ঠ জ্ঞানের প্রতি অনুরাগ। → বিজ্ঞান-এর সংজ্ঞা : সাধারণ জ্ঞানের সুসংহত রূপ হল বিজ্ঞান। সাধারণ জ্ঞানের অসম্পূর্ণতা ও সংহতিহীনতাই বৈজ্ঞানিক জ্ঞান লাভের প্রেরণা যুগিয়েছে। বিজ্ঞান প্রকৃতির এক নির্দিষ্ট বিভাগ সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট, সুশৃঙ্খল, সুনিশ্চিত এবং নির্ভুল জ্ঞান দান করে। লৌকিক জগতের একটি নির্দিষ্ট অংশকে সম্যক বোঝার জন্য যখন আমরা তাকে বিশ্লেষণ করি এবং তার অন্তর্নিহিত নিয়মগুলো নির্দেশ করি তখনই তাকে বিজ্ঞান বলা হয়। বৈজ্ঞানিক জ্ঞান সার্বিক, সুসংহত, ঐক্যবদ্ধ, সুবিন্যস্ত, সুশৃঙ্খল ও সুনিশ্চিত। বিজ্ঞান সাধারণ জ্ঞানেরই রূপান্তর el tysimar
অথবা সম্প্রসারণ।
● দর্শন ও বিজ্ঞানের মধ্যে মিল : দর্শন ও বিজ্ঞানের মধ্যে যেমন মিল আছে, তেমনি অমিলও
আছে। মিলের কথা বলতে গেলে,
ও ঘটনাবলীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আবিষ্কার করে তাদের সম্বন্ধে সুবিন্যস্ত ও সুসামঞ্জস্যপূর্ণ জ্ঞান দেওয়াই উভয়ের আদর্শ। • দ্বিতীয়ত, দর্শন ও বিজ্ঞান উভয়ের মূলেই জ্ঞানের প্রতি অনুরাগ ও অনুসন্ধানের ইচ্ছা বর্তমান। ● দর্শন ও বিজ্ঞানের মধ্যে অমিল বা পার্থক্য ঃ দর্শন ও বিজ্ঞানের মধ্যে উপরি-উত্তবিষয়ে মিল realme
• প্রথমত, উভয়েরই কাজ অভিজ্ঞতার জগৎ নিয়ে এবং অভিজ্ঞতালব্ধ ঘটনা নিয়ে। অভিজ্ঞতালব্ধ জগৎ।
থাকলেও কয়েকটি বিষয়ে অমিল লক্ষ করা যায়। এগুলি হল
৬ই উচ্চ-মাধ্যমিক দর্শন
• প্রথমত, বিজ্ঞান প্রকৃতির এক-একটি নির্দিষ্ট বিভাগ নিয়ে আলোচনা করে বলে জগৎ সম্পর্কে কোনো সামগ্রিক জ্ঞান দেয় না। কিন্তু সমগ্র বিশ্বজগৎই দর্শনের আলোচ্য বিষয়। • দ্বিতীয়ত, বিজ্ঞান থেকে জগৎ সম্পর্কে আমরা খণ্ড জ্ঞান পাই, আর দর্শন থেকে পাই অখণ্ড জ্ঞান।


Comments